স্ট্রো’ক হওয়ার ৭ দিন আগেই শরীর দেয় এই ৫টি সিগন্যাল! জানুন এখনই

স্ট্রোক একটি প্রাণঘাতী সমস্যা, যা হঠাৎ করেই জীবনে আঘাত হানে। তবে অনেকেই জানেন না—স্ট্রোক হওয়ার আগেই শরীর কিছু স্পষ্ট সংকেত দিতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক হওয়ার ৫ থেকে ৭ দিন আগে থেকেই দেহে দেখা দিতে পারে কিছু সতর্কবার্তা।

যদি সময়মতো এই সংকেতগুলো চেনা যায়, তাহলে দ্রুত চিকিৎসা নিয়ে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব। তাই এই লক্ষণগুলো জানাটা হতে পারে জীবন বাঁচানোর প্রথম ধাপ।

চলুন জেনে নেই, স্ট্রোকের আগে শরীর যে ৫টি অ্যালার্মিং সিগন্যাল দিয়ে থাকে—

১. হঠাৎ মুখ, হাত বা পা অবশ হয়ে যাওয়া
শরীরের এক পাশ—বিশেষ করে মুখ, হাত বা পা হঠাৎ অবশ লাগলে সেটা হতে পারে স্ট্রোকের আগাম ইঙ্গিত। অনেকে এটা ‘নর্মাল অবস্থা’ ভেবে উপেক্ষা করেন, কিন্তু এটি হতে পারে মারাত্মক ভুল।

২. চোখে ঝাপসা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া
স্ট্রোকের পূর্বাভাস হিসেবে এক চোখে বা উভয় চোখেই হঠাৎ ঝাপসা দেখা, ডাবল ভিশন বা চোখে অন্ধকার দেখা দিতে পারে। এরকম হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

৩. কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা
স্ট্রোকের আগের দিনগুলোতে কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্টভাবে কথা বলা কিংবা সাধারণ শব্দও মনে না পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এটি মস্তিষ্কে রক্ত চলাচলের ব্যাঘাতের লক্ষণ।

৪. ভারসাম্য হারানো বা চলতে সমস্যা হওয়া
হঠাৎ করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারানো, মাথা ঘোরা বা শরীর দুর্বল লাগা—এসবই স্ট্রোকের সম্ভাব্য পূর্বাভাস হতে পারে। বিশেষ করে যদি বয়স বেশি হয়, তবে একে হালকাভাবে নেওয়া যাবে না।

৫. তীব্র মাথাব্যথা—কোনো কারণ ছাড়াই
যদি হঠাৎ করে খুব তীব্র মাথাব্যথা শুরু হয়, এবং এর পেছনে কোনো স্পষ্ট কারণ না থাকে—তাহলে এটি হতে পারে স্ট্রোকের ‘সাইলেন্ট সিগন্যাল’।

কী করবেন এসব লক্ষণ দেখা দিলে?
এই লক্ষণগুলোর যেকোনো একটি বা একাধিক একসাথে দেখা দিলে সময় নষ্ট না করে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্ট্রোকের ক্ষেত্রে ‘গোল্ডেন আওয়ার’—প্রথম ৩ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করলে অনেকাংশেই ক্ষয়ক্ষতি রোধ করা যায়।

স্ট্রোক নিয়ে হালকাভাবে ভাবার সুযোগ নেই। সময় থাকতেই সচেতন হন, নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত রাখুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*