
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্বাক্ষর ও সিল নকল করে সরকারি চাকরিতে একজন তদবির করেছেন। এবিষয়ে সতর্ক করেছেন উপদেষ্টা নিজেই। তার নাম-পরিচয় ব্যবহার করে কেউ তদবির বা সুপারিশ করলে সেটি বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার স্বাক্ষর ও সিল নকল করে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির তদবির নিয়ে গেছে একজন। এ ধরনের কাজ কেউ করলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
উপদেষ্টা আরো বলেন, ‘এছাড়াও কোথাও আমার পরিচয় কিংবা নাম ব্যবহার করলে সেটা বিশ্বাস করবেন না।
ব্যক্তিগতভাবে কাউকেই এই এখতিয়ার বা অনুমতি দেইনি। কোথাও কিছু বলার থাকলে সে বিষয়ে অফিশিয়াল চ্যানেলেই যোগাযোগ করা হবে।’
Leave a Reply