এইমাত্র পাওয়া: আমেরিকায় গ্রেফতার হলেন মোদির ভাই!

আমেরিকায় গ্রেফতার হলেন নীরব মোদির ভাই নেহাল মোদি। পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর্থিক প্রতারণার মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। ভারতের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে নেহালকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ভারতের অনুরোধের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সংবাদ সংস্থা পিটিআই।

৪৬ বছর বয়সি নেহাল বেলজিয়ামের নাগরিক। তার জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে। পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহালও।

সিবিআই এবং ইডি উভয় তদন্তকারী সংস্থাই তার খোঁজ চালাচ্ছিল। এরই মধ্যে শনিবার দুপুরে জানা যায়, আমেরিকার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন নেহাল।

শুক্রবারই তাকে পাকড়াও করেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার তাকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে।

পিটিআই জানায়, নেহালকে ভারতের হাতে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে আমেরিকার প্রশাসন।

আমেরিকার তদন্তকারী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন নেহাল। সেক্ষেত্রে আমেরিকার সরকারি আইনজীবীরা ওই জামিনের আর্জির বিরোধিতা করতে প্রস্তুত।

পিএনবি জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত নেহাল। ব্যাংক প্রতারণায় অভিযুক্ত পলাতক নীরবের হয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে তার ভাই নেহালের বিরুদ্ধে।

সিবিআইয়ের পাশাপাশি ইডির মামলাতেও অভিযুক্ত তিনি। ইডির চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে নেহালের।

তার বিরুদ্ধে প্রমাণ ধ্বংস করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে জেনেবুঝে এবং ইচ্ছাকৃত ভাবে নীরবের বেআইনি কাজে সাহায্যের অভিযোগও রয়েছে নেহালের বিরুদ্ধে।

২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণখেলাপের মামলায় অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী নীরব। তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছিলেন।

ইডি তাকে ‘পলাতক’ ঘোষণা করে। ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় নীরবকে। সেই থেকে তিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় এক জেলে বন্দি রয়েছেন।

পিএনবি আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসীকেও কয়েক মাসে আগে গ্রেফতার করা হয়। চলতি বছরের এপ্রিলে বেলজিয়াম থেকে ধরা পড়েন তিনি। ভারতের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*