
বাংলাদেশিদের পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় এলো বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে ভোগান্তি আর দুর্নীতির অভিযোগ থাকা পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া এবার সম্পূর্ণ বাতিল করেছে সরকার।
রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার গভ’-এ প্রকাশিত এক পোস্টে জানানো হয়, এখন থেকে পাসপোর্টের জন্য আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না।
পোস্টে উল্লেখ করা হয়েছে—“পাসপোর্ট পেতে এতদিন সময় লেগে যেত এবং ঘুষ দেওয়ার অভিযোগ সবচেয়ে বেশি এসেছে (৭৫.১%) পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এতে পাসপোর্ট দেওয়ার গতি বাড়বে, প্রবাসী, শিক্ষার্থী এবং পেশাজীবীরা উপকৃত হবেন। পাশাপাশি অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি বন্ধ হবে।”
কেন এই পরিবর্তন জরুরি ছিল?
বাংলাদেশে পাসপোর্ট করতে গেলে আবেদনকারীদের দীর্ঘদিন ভুগতে হতো। ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনেকে ঘুষ দিতে বাধ্য হতেন। সরকারি হিসাবেই দেখা গেছে, ঘুষের অভিযোগের ৭৫ শতাংশের বেশি এসেছে কেবল পুলিশ ভেরিফিকেশনকে ঘিরে। এ কারণে মানুষের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি বেড়েছিল।
নতুন সিদ্ধান্তের সুবিধা
দ্রুত পাসপোর্ট পাওয়া যাবে।
ঘুষ ও দুর্নীতির ঝুঁকি কমবে।
প্রবাসে চাকরি, পড়াশোনা বা চিকিৎসার জন্য দ্রুত ভ্রমণের সুযোগ তৈরি হবে।
সাধারণ মানুষের আস্থা বাড়বে রাষ্ট্রের প্রতি।
সরকারের প্রত্যাশা
প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, “মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে। এতে কাজ, পড়াশোনা, পরিবার বা ভ্রমণের জন্য বিদেশে যেতে সহজ হবে। আর দেশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।”
Leave a Reply