বিএনপি নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম মো. নাজমুল হকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ কর্মী শাহীনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ আগস্ট রাতে ঘটে যাওয়া এ ঘটনায় রোববার মধ্যরাতে বিশেষ অভিযানে রাওনা ইউনিয়নের বড়াইল গ্রামের একটি ইটভাটা থেকে মাদক সেবনের সময় শাহীন ও তার এক সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ফয়সাল ও সানি নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহীন উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ছত্রছায়ায় একটি কিশোর গ্যাং গড়ে তোলে। তারা মাদক, জুয়া, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে এলাকায় ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে। ৫ আগস্টের পর বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে এ চক্র। কিশোরদের আসক্ত করে অপরাধমূলক কর্মকাণ্ডেও ব্যবহার করে তারা।

শাহীন গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাওনা ইউনিয়ন যুবদল নেতা মো. জসিম মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার মামলা চলমান। এছাড়া কিছুদিন আগে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর শ্বশুরবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া বলেন, “শাহীনসহ আটককৃতদের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির কিছু নেতার আশ্রয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*