কোলন ক্যান্সারের ৪টি অজানা লক্ষণ, জানলেই বাঁচতে পারেন বিপদ থেকে!

কোলন ক্যান্সার বা বড় অন্ত্রের ক্যান্সার আজকাল দ্রুত বাড়ছে। বিশেষ করে অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবনযাপন ও দীর্ঘদিন চিকিৎসা না নেওয়ার কারণে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। সমস্যা হলো—শুরুর দিকে অনেকেই এর লক্ষণ বুঝতে পারেন না। অথচ প্রাথমিক পর্যায়েই যদি শনাক্ত করা যায়, তবে কোলন ক্যান্সার সহজে নিয়ন্ত্রণ ও চিকিৎসা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক কোলন ক্যান্সারের এমন ৪টি অজানা লক্ষণ যেগুলো অবহেলা করলে বিপদে পড়তে পারেন।

1. মলে রক্ত বা অস্বাভাবিক রঙ

অনেক সময় মলের সঙ্গে রক্ত আসতে পারে, যা অনেকেই পাইলস ভেবে এড়িয়ে যান। কিন্তু নিয়মিত হলে এটি কোলন ক্যান্সারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। মলের রঙ যদি কালচে বা গাঢ় হয়ে যায়, সেটিও সতর্কতার বিষয়।

2. অস্বাভাবিক ওজন হ্রাস

আপনি যদি কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ ওজন হারাতে থাকেন, তবে এটি কোলন ক্যান্সারের গোপন ইঙ্গিত হতে পারে। ক্যান্সার শরীরের বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন এনে ওজন দ্রুত কমিয়ে দিতে পারে।

3. দীর্ঘস্থায়ী হজমের সমস্যা

বারবার গ্যাস, পেট ফোলা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হওয়া—এগুলো যদি একটানা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, তবে এটি অন্ত্রের ভেতরে অস্বাভাবিক কোনো বৃদ্ধির কারণে হতে পারে।

4. চিরন্তন ক্লান্তি ও দুর্বলতা

কোলন ক্যান্সার শরীরে আয়রনের ঘাটতি তৈরি করে, যার ফলে রক্তস্বল্পতা হয়। ফলে সবসময় অবসাদ, ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হয়। এই লক্ষণগুলোকে অবহেলা করলে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে।

✅ সতর্ক থাকুন

বছরে অন্তত একবার হেলথ চেকআপ করান।
যদি পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকে, তবে নিয়মিত কোলনোস্কোপি করানো জরুরি।
অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।
শেষ কথা:

কোলন ক্যান্সার যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি। তাই শরীরের ছোটখাটো পরিবর্তনকেও অবহেলা না করে সচেতন থাকুন, সুস্থ থাকুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*