SSC ও HSC পরিক্ষার খাতা দেখায় কারচুপি, কঠিন সিদ্ধান্ত নিলো শিক্ষাবোর্ড!

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে উত্তরপত্র মূল্যায়নে গুরুতর গাফিলতির প্রমাণ পাওয়ায় ৮ জন পরীক্ষককে আজীবনের জন্য পাবলিক পরীক্ষার যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, ওএমআর শিটে পরীক্ষার্থীদের দিয়ে নিজেরাই বৃত্ত ভরাট করিয়ে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বোর্ড তদন্ত করে। অভিযুক্ত শিক্ষকরা দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে লিখিত জবাব দিলেও বোর্ড কঠোর সিদ্ধান্ত নেয়—তাদের আর কোনো পাবলিক পরীক্ষার কার্যক্রমে রাখা হবে না।

যেসব পরীক্ষক আজীবনের জন্য অব্যাহতি পেয়েছেন: এসএসসি পরীক্ষার পরীক্ষক:

নাম প্রতিষ্ঠান বিষয়
মহসীন আলামীন সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, সাভার উচ্চতর গণিত
মো. সাখাওয়াত হোসাইন আকন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ইসলাম ও নৈতিক শিক্ষা
আবু বকর সিদ্দিক মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ গণিত
মো. আলেকজান্ডার মিয়া সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বাসাইল গণিত

এইচএসসি পরীক্ষার পরীক্ষক:

নাম প্রতিষ্ঠান বিষয়
মধুছন্দা লিপি বারৈচা কলেজ, বেলাব বাংলা প্রথম পত্র
মুরছানা আক্তার রোকেয়া আহসান কলেজ, ডেমরা ইংরেজি দ্বিতীয় পত্র
মো. জাকির হোসাইন হাজি ইউনুছ আলী কলেজ, সাভার বাংলা দ্বিতীয় পত্র
মো. রাকিবুল হাসান ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর বাংলা দ্বিতীয় পত্র

 

 

মো. রাকিবুল হাসান ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর বাংলা দ্বিতীয় পত্র
বোর্ড জানায়, প্রকাশিত ঘটনায় শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা হারাতে বসেছে জনসাধারণ। তাই এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*