রোগীদের ১৪-১৫ টেস্ট দেওয়া বন্ধ করেন, আপনারা কি ওষুধ কম্পানির দালাল : আইন উপদেষ্টা

বেসরকারি হাসপাতালে রোগীদের অভিযোগের কথা জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা কি ওষুধ কম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী?’

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘অনেক হাসপাতালেই ভালো চিকিৎসা দেওয়া হয়। তবে কিছু অভিযোগ আছে রোগীদের, প্রথমত—অনেক জায়গায় ডাক্তাররা কথা শোনেন না। রোগীর চেহারার দিকে তাকান, তাকিয়ে হ্যাঁ বলেন।

এটা বলতে বলতে তিনি প্রেসক্রিপশন লেখেন। মানে উনি পুরোটা শোনেনই না ঠিকমতো।’
অহেতুক টেস্ট দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক চিকিৎসক অনর্থক টেস্ট দেন। যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টেস্ট দেন।

আমার বাসায় যে ছেলেটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, ঢাকায় একটা হাসপাতালে গিয়েছে, ওকে ১৪টি টেস্ট দিয়েছে। পরে রাগ করে ময়মনসিংহ চলে গেছে। টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। এ অত্যাচার বন্ধ করেন।

মানুষ অনেক গরিব, এখানে অনেক গরিব মানুষ আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদের ১৪ থেকে ১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করেন।’
এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সবসময় ওষুধ কম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা বলেন অন্য কোনো দেশে থাকে? আপনারা ওষুধ কম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে?’

এখনই সচেতন না হলে ৫ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন।

পাঁচ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া করবেন না।’
তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের মান উন্নয়নে মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না। বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে।’

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*