হাসিনার নতুন গোপন পরিকল্পনা ফাঁস করলেন: রাশেদ খান!

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ-অভ্যুত্থানের ১ বছরের মাথায় কালচালার ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি। যতটুকু বুঝলাম, প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি এদেরকে রসদ জুগিয়েছে। শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

রাশেদ খান তার পোস্টে বলেন, “আরো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় ‘র’ এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার ওপর ভর করবে আপা!”

তিনি বলেন, ‘আমি কেন এই সরকারের কতিপয় উপদেষ্টার সমালোচনা করি? কারণ আমি জানি, কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে।

অর্থাৎ শুধুমাত্র হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখনো বিদ্যমান।’
রাশেদ খান বলেন, ‘আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে পুঁথিগত সংস্কার করে কী করবেন? হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করে দেবে? হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। এই অবস্থায় কোনো পুঁথিগত সংস্কার বাস্তবায়ন হবে না। এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন।

পরের বছর এরা মিছিল দিবে, তখন?’
তিনি বলেন, ‘শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ংকর। তার অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিলেন। শেখ মুজিবের শাসন কেমন ছিল ওই সময়কার জাসদের নেতাদের থেকে জেনে নিয়েন। রক্ষী বাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পেছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাত।

এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত। এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান? আহা বাকশালিরা!’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*