এইমাত্র পাওয়া: শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো নতুন বিভাগ!

বাংলাদেশে মাদরাসা শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ১১ আগস্ট এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডকে।

চিঠিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী, সম্প্রসারণযোগ্য ও আধুনিক করার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ব্যবসায় শিক্ষা বিভাগ অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী জানুয়ারি-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এ বিভাগ চালু হবে।

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে—

(ক) নতুন পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন,

(খ) সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক তৈরি,

(গ) প্রাথমিকভাবে কিছু মাদরাসা বেছে নিয়ে সেখানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু,

(ঘ) সংশ্লিষ্ট শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ,

(ঙ) এনটিআরসির মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ,

(চ) নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ মাদরাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ আরও বাড়িয়ে দেবে, কারণ ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফাইন্যান্সের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত হবে। এর ফলে তারা বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং, করপোরেট সেক্টর ও উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন।

শিক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষাকে মূলধারার কারিকুলামের সাথে সমন্বয়ের কথা উঠছিল। অবশেষে ব্যবসায় শিক্ষা বিভাগ অন্তর্ভুক্তির মাধ্যমে সেই লক্ষ্য পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*