পথে পথে চুল কেটে পরিচ্ছন্ন করা, ভিউ বাণিজ্য নাকি সমাজসেবা

যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন তারা নিশ্চয়ই নিজেদের সোশ্যাল হ্যান্ডলে এমন একটা ভিডিও ভেসে আসতে দেখেছেন যে কিছু যুবক একজন ভাসমান ব্যক্তিকে ধরে তাঁর চুল কেটে ফেলছেন, তাকে গোসল করিয়ে একটি নতুন লোগো সংবলিত টি-শার্ট পরিয়ে দিচ্ছেন। সবশেষে তাকে একটা খাবারের প্যাকেট দিচ্ছেন। এমন ভিডিও আসলে না দেখে সামাজিক মাধ্যমে থাকার উপায় নেই, কেননা এসব ভিডিওর স্ট্রিম সংখ্যা লাখ লাখ, কোটি কোটি।

এ ঘটনার পুরো কর্মকাণ্ড ভিডিও আকারে সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে, যেসবের কোটি কোটি ভিউ হচ্ছে।

মানুষ আগ্রহ সহকারে দেখছেন যে ফুটপাতে পড়ে থাকা এসব মানুষের ‘পরিচ্ছন্ন অভিযান’। এই তালিকায় ফুটপাতের সাধারণ মানসিক ভারসাম্যহীন ভাসমান মানুষ যেমন রয়েছে, তেমনই এদের মধ্যে রয়েছেন অনেক ফকির, জটাধারী, সাধু সন্ন্যাসী।

তবে এসব ‘পরিচ্ছন্ন অভিযান’ নিয়ে সামাজিক মাধ্যমেই পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বাহবা দিলেও কেউ কেউ বলছেন, ভিউয়ের নেশায় এটা ক্রাইম।

তাদের ভাষ্য, এভাবে জোরপূর্বক কারো ইচ্ছার বিরুদ্ধে ‘পরিচ্ছন্ন অভিযান’ অন্যায় ও অপরাধ। যারা চান না তাদের মাথার জটা ছাড়িয়ে নিতে, তাদের জটা জোর করে কেটে ফেলা অন্যায়। ভিউ বাণিজ্যের জন্য এরা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছাড়া স্বাভাবিক বোধবুদ্ধিসম্পন্ন মানুষকেও জোরপূর্বক এমনটা করছে, যেটা অপরাধ।

তবে অনেকেই বলছেন, এটা খুবই ভালো একটা উদ্যোগ।

ফুটপাতে বসবাসকারী এমন মানসিক ভারসাম্যহীন, পাগল মানুষদের মাঝেমধ্যে এভাবে পরিচ্ছন্ন করলে খুবই ভালো হয়। অনেকেই আবার বলছেন, এসব দেখার দায়িত্ব সরকারের। যারা এসব করছে, তাদের করার প্রয়োজনটা কী? আর এসব করলে ভিডিও কেন করতে হবে, কেন ফেসবুকে ছাড়তে হবে?

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন জটাধারী ব্যক্তিকে ৩০৪ জন যুবক জোরপূর্বক ধরে তাঁর মাথা ন্যাড়া করে দেন। হাতে থাকা বেশ কিছু ধাতব চুড়ি খুলে ফেলেন।

যেসব আর ওই ব্যক্তিকে ফেরত দেওয়া হয়নি। এই ভিডিওটি শেয়ার করে লাকি আক্তার লিখেছেন, ‘ভিউয়ের নেশায় সব পাগল হয়ে যাচ্ছে। এগুলো ক্রাইম…’

পরিতোষ চন্দ্র নামের এক ব্যক্তি লিখেছেন, ‘এটা অত্যাচার ছাড়া কিছু নয়। এরা এত ভালো কাজ করতে চাইলে রাস্তার আবর্জনা পরিষ্কার করে না কেন? বস্তির মানুষের বাড়িঘর পরিষ্কার করতে যায় না কেন? এরা তো কাজী নজরুলকে পেলেও অপদস্ত করত।’

আরেকজন লিখেছেন, ‘এসব ভিউ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা দরকার।’

তবে ওয়াহিদুর রহমান নামের একজন বলছেন, ‘কিসের ক্রাইম। রাস্তায় পড়ে থাকা মানুষের শরীরের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তাকে সমাজের মূলধারায় আনার চেষ্টা করছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*