ভোটার তালিকার খসড়া প্রকাশ: বাদ যাচ্ছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন!

হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

আজ রোববার (১০ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

হালনাগাদ কার্যক্রমে নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে।

হালনাগাদের পর দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন বলে জানান মি. আহমেদ।

তিনি বলেন, “এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। গত দোসরা মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ অগাস্ট একটি তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের একটি তালিকা প্রকাশ করা হবে।”

খসড়া তালিকায় যাদের নাম এসেছে তাদের কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে ১২ দিন। অর্থাৎ ২১শে অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

২৪শে অগাস্টের মধ্যে আবেদন নিষ্পত্তি হবে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১শে অগাস্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*