দারুণ সুখবর: মাত্র ২ দিন ছুটি নিলেই মিলবে ৫ দিনের লম্বা ছুটি!

চলতি আগস্টের শুরুতেই সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে ছুটির ক্যালেন্ডার। মাত্র দু’দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলতে পারে টানা ৫ দিনের ছুটি, যা অনেকের জন্য বিরল সুযোগ হতে পারে।

সরকার ইতোমধ্যে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এ উপলক্ষে দিনটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার (৫ আগস্ট) সরকারি-বেসরকারি অফিসে কার্যক্রম বন্ধ থাকবে।

পরদিন ৬ ও ৭ আগস্ট যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার— যদি কেউ ব্যক্তিগতভাবে এই দুই দিন ছুটি নিতে পারেন, তাহলে পেয়ে যাবেন পরপর ৫ দিনের টানা ছুটি। কারণ, ৮ ও ৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ধরা রয়েছে, যা স্বাভাবিকভাবেই ছুটির মধ্যে পড়ে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ আগস্ট দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ২১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, এদিন থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে জাতীয় দিবস হিসেবে।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই দিবসটি স্মরণে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

অনেক চাকরিজীবী ও পরিবার ইতোমধ্যে টানা ছুটি কাজে লাগিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন বা আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। তাই এখনই ছুটি নিশ্চিত করার প্রস্তুতি নিতে পারেন আপনি, যদি টানা বিশ্রাম বা ঘুরে আসার প্ল্যান থাকে আপনার মনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*