১২ দিন পর মাইলস্টোন কলেজ খুলছে আজ, তবে হবে না পাঠদান!

আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পাঠদান কার্যক্রম চলবে না। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

গত ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ ক্যাম্পাস শোক ও বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছিল জানিয়ে তিনি বলেন, এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া কলেজ প্রশাসনের কাছে অন্য কোনো কিছু অগ্রাধিকার নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*