কক্সবাজারে ৭২ জন যাত্রী নিয়ে উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি প্রায় এক ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটি সরিয়ে নেন। পরে পাইলট ও গ্রাউন্ড ক্রু উড়োজাহাজের যান্ত্রিক অবস্থা পরীক্ষা করেন। ত্রুটি না পাওয়ায় রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, “ধাক্কায় কুকুরটি মারা গেছে। যাত্রীদের কেউ ক্ষতিগ্রস্ত হননি। ফ্লাইটটি স্বাভাবিকভাবেই উড্ডয়ন ও ঢাকায় অবতরণ করেছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*