চরম দুঃসংবাদ: ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর রাশিয়া ছাড়াও একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এ ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩০ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলের উপকূলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। জাপান, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানসহ আশেপাশের দেশগুলো উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি ব্যবস্থাপনা বিভাগ উপকূলীয় কিছু এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

রাশিয়ার কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, “গত কয়েক দশকে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এরপর ওই অঞ্চলের আরও দুটি স্থানে ৬.৯ ও ৬.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যৌক্তিক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*