নেটফ্লিক্সের এই ৭ সিনেমা বিশ্বে সব ;সে*;ক্স সিনেমাকে হার বানাবে (ছবিসহ)

সিনেমায় যৌনতা (sex) দেখতে নেহাৎ মন্দ লাগে না। শারীরিক প্রেম, আসক্তি আর উদ্দাম যৌন মিলনে ভরপুর ছবির সঙ্গে যদি মিশে থাকে রহস্য তবে তো সোনায় সোহাগা! ঠিক এমনই ছবির সেরা ঠিকানা নেটফ্লিক্স (Netflix) এবং অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon prime video)। প্রিয় ওয়েব চ্যানেলগুলিতে চোখ রাখলেই মিলবে এমনই একাধিক থ্রিলার ছবির যেগুলির গায়ে লেগে আছে শরীরী উষ্ণতার নীল আভা। ঠিক এমনই সেরা ৭ ছবির সুলুকসন্ধান রইল দর্শকদের জন্য।

অমর (AMAR)

২০১৭ সালে নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পায় যৌনতা ও রহস্যে মোড়া এই স্পেনীয় ছবিটি। প্রেমের একাধিক সম্ভাবনা কীভাবে পরতে পরতে উন্মোচন করা যায় তার খোঁজেই ছিল লরা এবং কার্লোস। এরপরই তুমুল যৌনতায় জড়িয়ে পড়েন দুজনেই। নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নায়ক-নায়িকা হয়ে পড়েন লাগামছাড়া। সীমাহীন যৌনতায় ভরা এই ছবিটির পরিচালক ছিলেন এস্টেবান ক্রেসপো। লরা এবং কার্লোসের ভূমিকায় ছিলেন আইডা ফোলচ এবং অ্যালবার্তো ফেরেইরো।

আফটার (After)

২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পায় আফটার(After) ছবিটি। দর্শকরা এই ছবির সঙ্গে মিল পেতেই পারেন ৩৬৫ ডে’জ এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ ছবিদুটির। ওই দুই ছবির মতোই এই ছবিতেও এক মহিলার জীবনে আচমকাই এসে পড়ে এক রহস্যময় পুরুষ। সেই পুরুষটির আগমনে যেন নিজের যৌনতা বন্ধনহীন হয়ে পড়ে ছবির নায়িকার। চিত্র সমালোচকদের কাছ থেকে ছবিটি যথেষ্ট নিন্দিত হলেও খোলামেলা যৌন দৃশ্যের জন্য বহু দর্শক সিনেমাটি বারবার দেখেছেন। এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে হিরো ফিয়েন্স টিফিন এবং অভিনেত্রী জোসেফিন ল্যাংলর্ডকে।

নক নক (Knock knock)

২০১৫ সালে অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাওয়া এই ছবিটি যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকমহলে। সাধারণত, সিনেমায় বৃষ্টির রাতে দুই অচেনা মহিলা এক গৃহস্থর ঘরে আশ্রয় নিলে প্রথম থেকেই বাড়তি কৌতূহল তৈরী হয় দর্শকের মনে। এই ছবিতেও খেটে গিয়েছিল সেই ফর্মুলা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে এই দুই মহিলা হয়তো অশরীরী অথবা ডাকাত। কিন্তু ছবি যত এগোতে থাকে দুই মহিলার চরিত্রও বেরিয়ে আসতে থাকে খোলস ছেড়ে। শেষমেশ তাদের আশ্রয় দেওয়া সাধারণ একজন গৃহস্থর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনই তাঁদের মূল উদ্দেশ্য ছিল তা স্পষ্ট হয় ছবির শেষে। কিয়ানু রিভস, লরেঞ্জা ইজো এবং অ্যানা দ্য আর্মাস এই ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেন।

দ্য বয় নেক্সট ডোর (The Boy Next Door)

জেনিফার লোপেজ, রিয়ান গুজম্যান অভিনীত দ্য বয় নেক্সট ডোর ছবিটি ২০১৫ সালে বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা পায়। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির নাম থেকেই পরিষ্কার যে পাশের বাড়ির ছেলে অর্থাৎ প্রতিবেশির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন নায়িকা। তবে এরপর কোন দিকে গড়ায় এই সম্পর্ক তা জানতে গেলে অবশ্যই দেখতে হবে দ্য বয় নেক্সট ডোর।

ডন জন (Don Jon)

২০১৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাওয়া ডন জন ছবিটিকে একাধারে যৌনতা এবং শিক্ষামূলক দুইই বলা যায়। পর্ণ ছবিতে আসক্তি অনেক ক্ষেত্রেই বিপদ ডেকে আনে বিভিন্ন বয়সের মানুষের জীবনে। ঠিক তেমন ভাবেই নায়কের শয্যাসঙ্গিনী হতে অনিচ্ছুক এক মহিলাকে চ্যালেঞ্জ করতে গিয়ে কীভাবে অশ্লীল ছবিতে আসক্ত হয়ে পড়েন ছবির নায়ক তারই গল্প বলে ডন জন। স্কারলেট জোহানসন, জোসেফ গর্ডন লেভিট এবং পর্ণ অভিনেত্রী মিয়া মালকোভা-কে দেখা গেছে এই ছবির বিভিন্ন চরিত্রে।

বিএ পাস (B.A Pass)

অ্যামাজন প্রাইম ভিডিওয় ২০১২ সালে মুক্তি পায় বিএ পাস ছবিটি। প্রতিবেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এক নাবালক। এরপর নানা ঘটনার ঘনঘটায় সেই নাবালক এবং সেই প্রতিবেশিনীর সম্পর্কে চলতে থাকে নানা ওঠাপড়া। ছবিতে শিল্পা শুক্লা এবং সাদাব কামাল অভিনয় করেছিলেন প্রতিবেশিনী এবং নাবালকের চরিত্রে। এই ছবিটিও খোলামেলা দৃশ্যের জন্যই জনপ্রিয়তা পেয়েছে।

দ্য পিয়ানো টিচার (The Piano Teacher)

যৌনগন্ধী ছবির তালিকায় সবার উপরে থাকবে দ্য পিয়ানো টিচার ছবিটি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি শুধু দর্শক মহলেই সমাদৃত হয়েছিল তা নয়, পাশাপাশি, কান চলচ্চিত্র উৎসবেও গ্রাঁ প্রি পুরস্কার জিতে নিয়েছিল দ্য পিয়ানো টিচার। অভিনেতা হাপার্ট এবং ম্যাগিমেল জিতে নিয়েছিলেন সেরা অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার। ছবির বিষয়, এক পিয়ানো শিক্ষিকার সঙ্গে তাঁর ছাত্রের সম্পর্ক, যা প্রেমের নয় বরং কিছুটা বিকৃত যৌনেচ্ছার। এমন ছবি তোলপাড় ফেলে দিয়েছিল সব মহলেই। ছবিটি নেটফ্লিক্সে দেখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*