
কেরিয়ারের শুরুর প্রথম দিকে হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। তাই পুনেতে বাড়ি ভাড়া করে থাকতেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তেজস্বিনী পন্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সৌমিত্র পোটের পডকাস্ট Mitramhane-এ অতিথি হিসাবে আসেন তেজস্বিনী। সেখানেই তিনি জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। সেই কথা বলতে গিয়েই অভিনেত্রী জানান পুনের ওই বাড়ি মালিক কী ভাবে তাঁকে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার হাতছানি দিয়েছিলেন। বাড়ি ভাড়া দেওয়ার নামে তাঁর কাছে অন্যায় আবদার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার বাড়িতে থাকতে গেলে সেক্স করতে হবে’। (ছবি সৌজন্যে Instagram@tejaswini_pandit)
সালটা ছিল ২০০৯-২০১০। সেই সময় মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছিল। তখন পুনের সিংহগড় রোডের একটি ভাড়া বাড়িতেই থাকতাম। বাড়ির মালিকের অফিসে ভাড়া দিতে গিয়েছিলেন তখন কোনও রকম রাখঢাক না করেই সরাসরি যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
বাড়ি মালিকের কপ্রস্তাবে তো একেবারে রাগে ফেটে পড়েছিলেন অভিনেত্রী। টেবিলারে উপর রাখা গ্লাসের জল ছুঁড়ে বাড় মালিকের মুখে মেরেছিলেন। সেই সঙ্গে এটাও বলেছিলেন যে সারা জীবন ভাড়া বাড়িতে থাকবেন না। নিজের বাড়ি-গাড়ি সবটাই তিনি করবেন।
ফিল্মি দুনিয়ার তারকা হওয়ার দৌলতে তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন সেই বাড়ি মালিক। সেই সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতিও খানিকটা দুর্বল থাকায় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন।

জীবনের সেই কঠিন পরিস্থিতি থেকে অনেক শিক্ষালাভ করেছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তেজস্বিনী পন্ডিত। সেই কথা পডকাস্টে নিজেই জানিয়েছেন রুপোলি দুনিয়ার এই তারকা।
Leave a Reply