
ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে পারবে। এই নিয়ম ভাঙার দায়ে এবার ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসকে ইউরোপা লিগ থেকে বাদ দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার (১১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। তবে চাইলেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করতে পারবে প্যালেস।
২০২৩–২৪ মৌসুমে এফএ কাপ জয়ের মাধ্যমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল প্যাট্রিক ভিয়েরার দল। তবে নিয়ম লঙ্ঘনের কারণে এখন সেই জায়গা পেতে পারে প্রিমিয়ার লিগে সপ্তম স্থান পাওয়া নটিংহ্যাম ফরেস্ট।
ক্রিস্টাল প্যালেসের মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী জন টেক্সটরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ঈগল ফুটবল হোল্ডিংস’। একই প্রতিষ্ঠান ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর মালিকানাতেও অংশীদার।
ফলে উয়েফার বিধি অনুযায়ী, কোনো একটি ইউরোপীয় প্রতিযোগিতায় একই মালিকানাধীন একাধিক ক্লাব অংশ নিতে পারে না, যাতে স্বার্থের দ্বন্দ্ব না ঘটে।
এই বিষয়ে প্রমাণ দাখিলের সময়সীমা ছিল চলতি বছরের ১ মার্চ। উয়েফার দাবি, ওই সময়ের মধ্যে প্যালেস পক্ষ থেকে মালিকানার বিচ্ছিন্নতা বা স্বায়ত্তশাসনের যথার্থ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে। যদিও প্যালেস দাবি করেছে, ক্লাব পরিচালনায় টেক্সটরের কোনো সরাসরি হস্তক্ষেপ নেই।
তবে উয়েফা সেই ব্যাখ্যা গ্রহণ করেনি। এর ফলে ইউরোপা লিগে অলিম্পিক লিওঁর জায়গা নিশ্চিত হয়েছে। গত মৌসুমে তারা ফরাসি লিগ ওয়ানে ষষ্ঠ স্থান অর্জন করেছিল। অন্যদিকে, প্রিমিয়ার লিগে দশম হয়ে মৌসুম শেষ করেছিল প্যালেস।
আরডি
Leave a Reply