হঠাৎ মাঝ আকাশ থেকে ফিরে বিমানের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। শুক্রবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বোয়িং ৭৩৭-৮০০) সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের পর মাত্র ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানান এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

এরপর বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি সম্পূর্ণ নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানটি বেএ-১৪ নম্বর গেটে পার্ক করা হয়।

বিমানটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবতরণের পর রানওয়ে পরিদর্শন করা হলেও কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির উপস্থিতি শনাক্ত হয়নি। কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ফ্লাইট পরিচালনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*