
আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। কারণ, আগামী ৬ জুলাই (রবিবার) পালিত হবে পবিত্র আশুরা, যেটি সরকারি ছুটির দিন। এর আগের দুদিন—৪ জুলাই (শুক্রবার) ও ৫ জুলাই (শনিবার)—সাপ্তাহিক ছুটি হওয়ায় এই তিন দিন টানা ছুটি উপভোগ করবেন তারা।
আজ (বৃহস্পতিবার) দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ জুন (শুক্রবার) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে পবিত্র আশুরা পালিত হবে ৬ জুলাই।
বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারীরা।
Leave a Reply