মানুষের শরীরে প্রথম মাংসখেকো কীট শনাক্ত, আক্রান্তের পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো মানবদেহে স্ক্রুওয়ার্ম বা মাংসখেকো কৃমিকীট আক্রান্তের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রথম এমন আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে মার্কিন স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয়। গত ৪ আগস্ট, দেশটির রোগ নিয়ন্ত্রক অধিদপ্তর সিডিসি (ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) এই ঘটনা তদন্তের পর নিশ্চিত করেছে যে, আক্রান্ত ব্যক্তি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে গিয়েছিলেন এর পর তিনি মেরিল্যান্ডে ফেরেন। তবে আক্রান্তের পরিচয় গোপন রেখেছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

আরও পড়ুনঃ কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা
স্ক্রুওয়ার্ম হলো একটি মাংসখেকো পরজীবী, যার মাদী মাছি প্রাণী বা মানুষের ক্ষতস্থানে ডিম পাড়ে এবং সেগুলো থেকে জন্ম নেয়া লার্ভা, ক্ষতস্থানের গভীরে ঢুকে মাংস খেতে থাকে। একসময়, এই পরজীবী মূল শিকারীকে মেরে ফেলতে পারে। এই পরজীবী মূলত গবাদি পশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর, তবে মানুষের মধ্যে খুব কম দেখা যায়।

এটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে এবং দেশটির গবাদি পশুখাতের জন্য যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে। স্ক্রুওয়ার্ম গবাদি পশুর শরীরে ব্যাপক ক্ষতি করতে পারে এবং এর প্রাদুর্ভাবের ফলের মাংস ও দুধের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের প্রধান ব্রুক রোলিন্স টেক্সাসে সফর করে স্ক্রুওয়ার্ম মোকাবিলায় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*