
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং পূর্ণ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার (২৩ আগস্ট) এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে গত ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে।
এনসিটিবি আরও জানায়, আসন্ন পরীক্ষাগুলো সম্পূর্ণ পূর্ণ সময় এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে।
শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হয়েছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
Leave a Reply