
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা সফরে এসে বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, কলকাতা বিমানবন্দর থেকে মেট্রোর মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যাওয়া এখন আরও সহজ ও সাশ্রয়ে সম্ভব।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, “বাংলাদেশি পর্যটকদের আর ট্যাক্সিচালকদের হয়রানির শিকার হতে হবে না। মাত্র ৪০ টাকায় এসপ্ল্যানেড, নিউমার্কেট, হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছানো যাবে।”
মেট্রো ভাড়ার তালিকা:
রুট | ভাড়া (টাকা) |
---|---|
বিমানবন্দর → যশোর রোড | ৫ |
বিমানবন্দর → এসপ্ল্যানেড | ৪০ |
বিমানবন্দর → হাওড়া | ৫০ |
বিমানবন্দর → সেক্টর ফাইভ | ৭০ |
সর্বনিম্ন ভাড়া | ৫ টাকা |
সর্বোচ্চ ভাড়া | ৭০ টাকা |
সর্বনিম্ন ভাড়া: ৫ টাকাসর্বোচ্চ ভাড়া: ৭০ টাকা
সফরের সময় মোদি অনুপ্রবেশ নিয়ে কঠোর বার্তাও দিয়েছেন। দমদম সেন্ট্রাল জেল মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, “অনুপ্রবেশকারীরা যুবাদের চাকরি কেড়ে নিচ্ছে, নারী নির্যাতন করছে, পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে। তাদের দেশে থাকতে দেব না।” তিনি তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নীতি তীব্রভাবে সমালোচনা করেছেন।
মোদি আরও বলেন, “ভোটব্যাংকের রাজনীতির কারণে সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, কৃষক ও আদিবাসীদের জমি দখল হচ্ছে। দেশ এটা আর সহ্য করবে না।”
প্রধানমন্ত্রী মোদির তিন ঘণ্টার সফরে একাধিক মেট্রো রুট উদ্বোধন ও রাজনৈতিক ইস্যুতে বক্তব্য প্রদানের মাধ্যমে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে এই সফরকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে।
Leave a Reply