একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখবেন ফলাফল

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় ভর্তি ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।

ভর্তি কমিটির সূত্র জানিয়েছে, এ বছর দেশের সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রথম ধাপে আবেদন শুরু হয় গত ৩০ জুলাই এবং শেষ হয় ১৫ আগস্ট রাত ৮টায়। এ সময় মোট ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করে, যাদের ফল আজ প্রকাশিত হয়েছে।

এর আগে ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করে। পরে ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে আরও ৪ হাজার ৭৯২ জন উত্তীর্ণ হয়। ফলে মোট পাসের সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ আট হাজার ২১৮ জন।

যেভাবে দেখবেন ফলাফল

শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন দুইভাবে—

১. ওয়েবসাইটে লগইন করে: ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্য দিয়ে লগইন করলে ফলাফল জানা যাবে।

২. এসএমএসের মাধ্যমে: আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফলের এসএমএস পাঠানো হচ্ছে।

পরবর্তী ধাপ

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে দ্বিতীয় ধাপে সুযোগ দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*