জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের রাজনীতি করবে এবং সব সময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জনগণ পাশে থাকলে কোথাও পালাতে হয় না। আসছে নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘কোনো মার্কার কাছে, কোনো দলের কাছে আমাদের বিবেক যেন বন্ধক না দিই, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’

আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ডে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয়, ক্ষমতার উৎস এস আলম নয়। ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয়। ক্ষমতার উৎস কেবল জনগণ। জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি পাশে থাকে তাহলে এই ৫৬ হাজার বর্গমাইলে জন্ম ও মৃত্যু হয়। আমরা কোনো পিন্ডির ওপরে, কোনো দিল্লির ওপরে, কোনো আমেরিকার ওপরে নির্ভর করতে চাই না।’

যোগ্যতা দেখে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে যত জনপ্রিয়, যে যত জনগণের কাছে যাচ্ছেন, যে জনগণের ভাষা বোঝেন, জনগণের সমস্যা বোঝেন; আমরা তাঁকেই নেতা নির্বাচন করব। আমাদের দেশে নেতা তৈরি হয় নির্বাচনের আগে। ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় প্রবেশ করেন, তাঁরা নির্বাচনের আগের রাতে পুলিশ ও এজেন্ট কিনে নেন। এলাকার ওসিকে কিনে নেন। এসপিকে কিনে নেন। আমাদের এলাকা এমন ছিল। সময় এসেছে সচেতন হওয়ার। যে নেতা টাকা নিয়ে আসবেন, মনে রাখবেন সেই নেতা একদিন আপনাকে টাকা দেবেন আর পাঁচ বছর আপনাদের গোলামি করাবেন। নির্বাচনের আগে যেই নেতা আপনাদের টাকা দেবে, সেই নেতা পরে আপনাদের মালিক হয়ে যাবে।’

এনসিপির এই মুখ্য সংগঠক আরও বলেন, ‘আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব। আপনাদের কাছ থেকে ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদেরা ব্যবসায়ীদের কাছে নিজেদের রাজনীতি বন্ধক দেন, তখন ব্যবসায়ীদের স্বার্থে পলিসি তৈরি করতে হয়।’

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আগের প্রজন্ম ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল। তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*