১৫ আগস্টে শোক, ৫ আগস্টে নীরবতা:শিল্পীরা কি তবে আওয়ামী লীগ ফেরানোর মঞ্চ সাজাচ্ছেন?

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ১৫ আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী। চলচ্চিত্র থেকে টেলিভিশন নাটক কিংবা সংগীত বিভিন্ন অঙ্গনের তারকারা এদিনে শোক জানিয়েছেন নানা পোস্টে।

তবে বিশ্লেষকরা বলছেন, এ শোকপ্রকাশ কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এর সঙ্গে রাজনৈতিক বার্তাও জড়িয়ে আছে। তাঁদের মতে, দীর্ঘদিন আড়ালে থাকা অনেক শিল্পী হঠাৎ করে প্রকাশ্যে এসে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানো শুরু করেছেন। এ তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা, গায়ক, উপস্থাপক ও চলচ্চিত্র শিল্পীরা।

সমালোচকদের দাবি, ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে শোক প্রকাশ করলেও, এর মাত্র দশ দিন আগে ৫ আগস্টে নিহত সাধারণ মানুষদের নিয়ে একইভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না অনেকে। এ কারণে তাঁদের শোকপ্রকাশকে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন।

অন্যদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের দাবি, ১৫ আগস্ট শুধু রাজনৈতিক নয়, বরং জাতীয় ট্র্যাজেডি দিবস, তাই শিল্পীদের শোকপ্রকাশকে রাজনৈতিকভাবে দেখা অনুচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*