এইমাত্র পাওয়া: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যানবহন চলাচল বন্ধ

থেমে থেমে হচ্ছে বৃষ্টি, তাই সড়কের ওপর পলিথিন টাঙিয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকশ’ শিক্ষার্থী। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল-ভোলা সড়কের সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভের সময় সকাল থেকে কয়েক দফায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বর্তমানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি অদলে স্বতন্ত্রতা নিশ্চিতের একদফা দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থী ইরান হোসেন জানান, অবরোধ তুলে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের আল্টিমেটাম দিয়েছে। কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*