হঠাৎ লকড ফেসবুক, ভেসে উঠল ‘অ্যাডভান্সড প্রোটেকশন’, কী করবেন?

বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারী হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে ভেসে উঠেছে ‘অ্যাডভান্সড প্রোটেকশন অপশন। এতে বিপাকে পড়েছেন অনেকেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে এমন ঘটনা ঘটে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান জিরো সিকিউরিটির প্রতিষ্ঠাতা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, হঠাৎ লগইন সমস্যা ও সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলার জন্য ব্যবহারকারীদের দুই ধাপের যাচাই (Two-Factor Authentication) এবং উন্নত ভেরিফিকেশন সক্রিয় করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুগল ভেরিফিকেশন ব্যবহার করা সবসময় বেশি কার্যকরী ও নিরাপদ। ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে, ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এ ব্যবস্থা অবিলম্বে চালু করতে।

সার্ভিস মনিটরিং সাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টার দিকে সমস্যার রিপোর্ট হঠাৎ করেই বেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে শতাধিক ব্যবহারকারী একই সমস্যার কথা জানান। যা তাদের ট্র্যাকার গ্রাফে স্পষ্টভাবে দেখা গেছে।

ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে তাদের সামনে হঠাৎ করে ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ নামের একটি নতুন নিরাপত্তা স্ক্রিন ভেসে উঠছে। এই স্ক্রিনে প্রবেশের পর বেশিরভাগই আর লগইন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এর ফলে ব্যক্তিগত বার্তা, পেজ ব্যবস্থাপনা, এমনকি ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই টুইটারে (এক্স) ও অন্যান্য প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং জানতে চাইছেন, ফেসবুক কখন স্বাভাবিক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*