
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরে আসতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে আসছেন, যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্ম তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে মনোনয়ন, ইনডেক্স প্রদান ও কর্তনসহ সকল প্রশাসনিক কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডকেটে পাঠাতে হবে। অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
শিক্ষক-কর্মচারীরা অধিদপ্তরে এলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে, এবং সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা তা যাচাই করবেন।
নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply