সিলেটে লুট হওয়া সাদা পাথর নিয়ে যে নির্দেশ দিলো হাইকোর্ট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে লুট হওয়া সাদা পাথর নিয়ে হাইকোর্ট ব্যবস্থা নেয়া শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেরত ফেলার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পাথর লুটের দায়ীদের একটি তালিকা দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এদিকে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দায়ের করা আরেকটি রিটের শুনানি রবিবার (১৭ আগস্ট) ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেছেন। শুনানির জন্য রিটটি আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।

রিট আবেদনে বলা হয়েছে, সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং ভোলাগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে একটি রুল জারির আবেদনও করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ সাদা পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনে-দুপুরে এসব পাথর তোলা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নিতে পারেনি। হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশনায় এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*