টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন শুরু, নিবন্ধন করবেন যেভাবে

দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু আগামী ১ সেপ্টেম্বর থেকে টাইফয়েডের টিকা পাবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় শুরু হওয়া এই কর্মসূচির প্রথম ১০ দিন স্কুলে স্কুলে টিকা দেওয়া হবে। তবে টিকা নিতে হলে আগে অনলাইনে টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া
প্রয়োজনীয় তথ্য
টিকাদান কেন্দ্র নির্বাচন
ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট
রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। জন্ম তারিখ ও ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর দিতে হবে (সব তথ্য ইংরেজিতে লিখতে হবে)। এরপর লিঙ্গ নির্বাচন, ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে।

দ্বিতীয় ধাপে মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর (যদি থাকে), বর্তমান ঠিকানা পূরণ করে ‘সাবমিট’ করতে হবে। মোবাইলে পাওয়া ওটিপি কোড দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করা যাবে।

টিকাদান কেন্দ্র নির্বাচন

এরপর টাইফয়েড অথবা মেনিনজাইটিস থেকে টাইফয়েড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বা বহির্ভূত অপশন বাছাই করতে হবে। স্কুলভিত্তিক হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড, জোন পূরণ করতে হবে এবং টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। বহির্ভূত ক্ষেত্রে নিকটস্থ টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে।

ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট

রেজিস্ট্রেশন শেষে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নির্ধারিত দিনে কার্ডসহ টিকাদান কেন্দ্রে যেতে হবে। টিকা নেওয়ার পর অনলাইনে টাইফয়েড ভ্যাকসিন সার্টিফিকেট পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শিশুদের জন্য সরকারি টিকাদান কর্মসূচি। এজন্য আগেই অনলাইনে টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া, টিকাদান কেন্দ্র নির্বাচন, ভ্যাকসিন কার্ড প্রিন্ট ও সার্টিফিকেট সংগ্রহ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

জেনে রাখুন:

১. টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন কবে শুরু হয়েছে?
১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলমান রয়েছে।

২. টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন কোথায় করতে হবে?
https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩. টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে?
জন্ম তারিখ, ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, মা-বাবার মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য লাগবে।

৪. টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন ছাড়া কি টিকা নেওয়া যাবে?
না, রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না। রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে নিতে হবে।

৫. টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন শেষে কী করতে হবে?
ভ্যাকসিন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে যেতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*