লাভজনক হওয়ায় ড্রাগন চাষে ঝুঁকছেন কৃষকরা

আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় ড্রাগনের ফলনও বেশ ভালো পাচ্ছেন কৃষকরা। জেলার পীরগাছা উপজেলার শফিকুল ইসলাম ও শ্রী ক্ষিতিশ বাণিজ্যিকভাবে চাষ করেছেন বিদেশি এই ফলের। এরই মধ্যে তারা ড্রাগন ফলের চাষ করে সফলতা পেয়েছেন। তাদের দেখাদেখি আরও অনেকেই এই ফলের চাষ করতে আগ্রহী হয়েছেন। লাভজনক হওয়ায় দিন দিন ড্রাগন চাষে ঝুঁকছেন রংপুরের কৃষকরা।

ড্রাগন চাষি ক্ষিতিশ চন্দ্র বলেন, ২০১৯ সালে অলস বসে না থেকে বাড়ির সামনে উঁচু ১১ শতাংশ জমিতে ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেই। পরে বুড়িরহাট এলাকার হটিকালচার থেকে চারা সংগ্রহ করি এবং উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শক্রমে চারা রোপণ করি। এ বছর খরচ বাদ দিয়ে ৬৫ হাজার টাকা আয় হয়েছে। আগামী বছর এটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বছর প্রায় ৮০ কেজি ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করেছি।

উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক জানান, এ উপজেলায় প্রথমবারের মতো গত তিন বছর আগে বিদেশি ফল ড্রাগন চাষ শুরু করা হয়েছে। দু’বছর পর থেকে ভালো ফলন দেখা দেওয়ায় এখন ড্রাগন চাষে ঝুঁকছেন অনেক কৃষক। তাদের সার্বক্ষণিক উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*