ব্রেকিং নিউজ: ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী গড়াই পরিবহনের একটি বাস ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কীভাবে ঘটল দুর্ঘটনাপ্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কালীগঞ্জ থেকে ছেড়ে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস মহাসড়কে অন্য আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও প্রশাসনের বক্তব্যকালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সৌভাগ্যক্রমে কেউ নিহত হয়নি। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

আহতদের অবস্থাউদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*