পে কমিশনের রিপোর্ট তৈরিতে দুটি বিষয় মাথায় রাখতে বললেন উপদেষ্টা

নির্দিষ্ট সময়ে মধ্যে সরকারি চাকুরেদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে পে কমিশনের সভাপতি সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে। তখন অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত ২৭ জুলাই ২২ সদস্যবিশিষ্ট এই কমিশন গঠন করা হয়। এই কমিশনকে আগামী ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। আগামী কয়েক দিন মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসব।’

জানা যায়, কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন।

এ সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন, ‘কয়েক দিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে। তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*