
ভূমি মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করা হয়েছে, যা দেশের ভূমি রেকর্ড বা খতিয়ানে বিদ্যমান মারাত্মক তিনটি ভুল সংশোধন করার জন্য সহকারী কমিশনার ভূমিকে পূর্ণ ক্ষমতা প্রদান করেছে। ২০২১ সালের ২৯ জুলাই প্রণীত পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট ভূমি অফিস এবং সহকারী কমিশনার ভূমি রেকর্ড খতিয়ানে থাকা করণিক, নাম ও গাণিতিক ভুল স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করবে, যার জন্য আর আদালতে যেতে হবে না।
এই তিনটি ভুলের মধ্যে প্রথমটি হলো করণিক ভুল, যা অসাবধানতাবশত কিংবা সরল বিশ্বাসে সংঘটিত হয় এবং যার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ন হয় না। দ্বিতীয়ত, নামের ভুল যেমন মালিকের নাম বা পিতামাতার নামের বানান ভুল, এবং তৃতীয়ত গাণিতিক ভুল, যেখানে জমির পরিমাণ, দাগ নাম্বার বা অংশের হিসাব ভুলভাবে উল্লেখ থাকে।
পরিপত্রে বলা হয়েছে, ভূমি রেকর্ড সংশোধনের জন্য সহকারী কমিশনার ভূমি সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস বা পৌর সহকারী কর্মকর্তার কাছ থেকে তদন্তপূর্বক কাগজপত্র সংগ্রহ করে সংশোধন কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়াও, সংশোধনের বিরুদ্ধে ৩০ কার্যদিবসের মধ্যে রিভিউ আবেদন করা যাবে।
বিষয়টি সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, “এই নতুন উদ্যোগে ভূমি মালিকদের আর জমি রেকর্ডের ভুল সংশোধনে আদালতের ঝামেলা পোহাতে হবে না। এটি ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুতগতিসম্পন্ন করবে।”
Leave a Reply