১২ হাজার টাকা হলেই যেতে পারবেন মধ্য আমেরিকার এই দেশটিতে, রয়েছে বসবাস ও কাজ করার বৈধ সুযোগ

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা অনলাইনে কাজ করা পেশাজীবীদের জন্য এনেছে ‘ডিজিটাল নমেড ভিসা’। মাত্র ১২ হাজার ১০০ টাকায় পাওয়া যাবে এই ভিসা, যা এক বছরের জন্য কোস্টারিকায় বসবাস ও কাজের বৈধ অনুমতি দেবে। চাইলে মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে।

যোগ্যতা:

পুরোপুরি অনলাইনে কাজ করতে হবে এবং কর্মস্থল বা ক্লায়েন্ট কোস্টারিকার বাইরে হতে হবে।

একক আবেদনকারীর মাসিক আয় ন্যূনতম ৩ হাজার ডলার, পরিবারসহ হলে ৪ হাজার ডলার।

আবেদনকালে অবশ্যই কোস্টারিকার বাইরে থাকতে হবে।

সুবিধা:
এই ভিসায় করমুক্ত আয়, আরামদায়ক আবহাওয়া এবং আন্তর্জাতিক পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ মিলবে।

প্রয়োজনীয় নথি:
বৈধ পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্যবিমা, গত এক বছরের আয় প্রমাণ, কাজের চুক্তিপত্র বা স্বীকৃতি এবং সব নথির স্প্যানিশ অনুবাদ।

আবেদন প্রক্রিয়া:
কোস্টারিকার সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ ডলার ও ভিসা ইস্যু ফি ৯০ ডলার অনলাইনে পরিশোধ করতে হবে। অনুমোদন পেলে কোস্টারিকায় গিয়ে স্থানীয় ইমিগ্রেশন অফিস থেকে রেসিডেন্স আইডি কার্ড সংগ্রহ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*