
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা অনলাইনে কাজ করা পেশাজীবীদের জন্য এনেছে ‘ডিজিটাল নমেড ভিসা’। মাত্র ১২ হাজার ১০০ টাকায় পাওয়া যাবে এই ভিসা, যা এক বছরের জন্য কোস্টারিকায় বসবাস ও কাজের বৈধ অনুমতি দেবে। চাইলে মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে।
যোগ্যতা:
পুরোপুরি অনলাইনে কাজ করতে হবে এবং কর্মস্থল বা ক্লায়েন্ট কোস্টারিকার বাইরে হতে হবে।
একক আবেদনকারীর মাসিক আয় ন্যূনতম ৩ হাজার ডলার, পরিবারসহ হলে ৪ হাজার ডলার।
আবেদনকালে অবশ্যই কোস্টারিকার বাইরে থাকতে হবে।
সুবিধা:
এই ভিসায় করমুক্ত আয়, আরামদায়ক আবহাওয়া এবং আন্তর্জাতিক পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ মিলবে।
প্রয়োজনীয় নথি:
বৈধ পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্যবিমা, গত এক বছরের আয় প্রমাণ, কাজের চুক্তিপত্র বা স্বীকৃতি এবং সব নথির স্প্যানিশ অনুবাদ।
আবেদন প্রক্রিয়া:
কোস্টারিকার সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ ডলার ও ভিসা ইস্যু ফি ৯০ ডলার অনলাইনে পরিশোধ করতে হবে। অনুমোদন পেলে কোস্টারিকায় গিয়ে স্থানীয় ইমিগ্রেশন অফিস থেকে রেসিডেন্স আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
Leave a Reply