বিদ্যুৎ বিল অতিরিক্ত আসায় অতিষ্ঠ? জেনে নিন বিল কমানোর সহজ ৬ উপায়

????????????????????????????????????????????????????????????

শীত-গ্রীষ্ম-বর্ষা নয় শুধু, বছরের প্রায় সব ঋতুতেই বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে অনেকেরই অভিযোগ দেখা যায়। অল্প খরচে বিদ্যুৎ বিল বেশি আসলে স্বাভাবিকভাবেই কিছুটা বিরক্ত চলে আসে। মাস শেষে বিদ্যুৎ বিল দিতে গিয়ে পকেটে টান পড়ে যায়। এ অবস্থায় যদি ধারণার থেকে বেশি পরিমাণ বিল আসে, তাহলে কষ্ট তো হবেই।

ভুতুড়ে বিলে সবাই চিন্তিত হয়ে পড়েন, কিন্তু কেন বেশি এল তা নিয়ে খুব কম মানুষই ভাবেন। গরমে অবশ্য খরচ বেশি হওয়ায় বিলও বেশি এসে থাকে। এ সময় সারাদিন ফ্যান-এসি চলতে থাকে। কিন্তু অন্য সময় কী আপনারও মনে হয়―অকারণে বা ব্যবহার ছাড়াই বিদ্যুৎ বিল বেশি আসে? তাহলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ বিল সাশ্রয়ে কয়েকটি উপায় জেনে নেয়া যাক।

পুরোনো বাল্ব পরিবর্তন:
বাসা-বাড়ির বাল্ব বা টিউব লাইট যদি বেশ পুরোনো হয়ে থাকে, তাহলে সেসব পরিবর্তন করুন। সিএফএল বা এলইডি বাতি ব্যবহার করতে পারেন। এসব বাতির আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ স্বাভাবিকভাবে কম হয়।

সঠিক সময় সুইচ বন্ধ:
মোবাইল ফোন, চার্জার লাইট, ট্রিমার কিংবা অন্যান্য চার্জের জিনিসপত্র চার্জ হয়ে গেলে সুইচ বন্ধ করতে হবে। তা না হলে ইন্ডিকেটরের আলো থেকে অল্প অল্প করে বিদ্যুৎ খরচ হতে থাকবে। এতে বিলও বেশি আসবে। ফোন শতভাগ চার্জ হলে দেরি না করে প্লাগ আউট করে নিন।

সারাদিন ফ্রিজ নয়:
ফ্রিজ কিন্তু সারাদিন চালানোর প্রয়োজন হয় না। মাঝে মধ্যে এক-আধ ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ রেখে বিশ্রাম দিতে পারেন। এতেও বিদ্যুৎ বিল কিছুটা কম আসবে।

এসির ইলেকট্রিক সুইচ বন্ধ:
সাধারণত রিমোট দিয়েই এসি পরিচালনা করা হয়। এসি চালু কিংবা বন্ধ, সবই রিমোটে করেন অনেকে। কিন্তু রিমোট দিয়ে এসি বন্ধ করার পর ইলেকট্রিক সুইচ আর বন্ধ করা হয় না। এতে প্লাগ থেকে এসিতে বিদ্যুত এসে থাকে। যদিও এসি তখন খুব একটা বিদ্যুৎ খরচ করে না। তবে কিছুটা ইউনিট পোড়ে। এ জন্য এসি বন্ধ করার পর কিছুক্ষণের মধ্যে প্রয়োজন না হলে বোর্ডের সুইচ বন্ধ করে ফেলুন।

✪ আরও পড়ুন: জিহ্বার রং দেখে শারীরিক সমস্যা বোঝার ৫ লক্ষণ

ইলেকট্রিক গেজেট কেনার আগে স্টার রেটিং দেখা:
বাসা-বাড়ির জন্য যেকোনো ইলেকট্রিক জিনিস কেনার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে নিম্নমানের পণ্য কেনা যাবে না। মনে রাখতে হবে, পুরোনো যন্ত্র বা নিম্নমানের যন্ত্র ব্যবহারে বিদ্যুতের খরচ বেশি হয়। নতুন যন্ত্র কেনার সময় ফাইভ স্টার রেটিং দেখুন। আগের গ্রাহকদের মন্তব্য দেখে তবেই সিদ্ধান্ত নিন।

ফ্যানের রেগুলেটর:
অনেকেই মনে করেন, ফ্যানের রেগুলেটর কমালে বিদ্যুৎ খরচে কোনো পরিবর্তন আসে না। এটি একদমই ভুল ধারণা। মূলত আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হয়। এ জন্য প্রয়োজন না হলে রেগুলেটর থেকে কমিয়ে ফ্যান ব্যবহার করুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*