বিনা খরচে যেভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন

টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হলো এনবিআর প্রদত্ত একটি ইউনিক নম্বর, যা কর আদায়ের জন্য ব্যবহৃত হয়। এই নম্বরসহ নথিটিই টিন সার্টিফিকেট।

সরকার নির্ধারিত কিছু ক্ষেত্রে টিন বাতিল করা যায়—

কর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা নেই।

মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ বা অস্তিত্ব শেষ হলে।

স্থায়ীভাবে বিদেশে চলে গেলে এবং দেশে কোনো আয় না থাকলে।

ডুপ্লিকেট বা ভুল তথ্যের টিন থাকলে।

আইনি মর্যাদা পরিবর্তন হলে।

অন্য কোনো বৈধ কারণে

প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমান টিন সার্টিফিকেট (প্রিন্ট কপি)

জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)

টানা ৩ বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র

বাতিলের ধাপ

টানা ৩ বছর শূন্য রিটার্ন জমা দিন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করুন।

তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে গিয়ে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন দিন।

আবেদনপত্রের সাথে ৩ বছরের প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিন।

মালিক নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

খরচ ও সময়

সরকারিভাবে কোনো খরচ নেই।

সব ঠিক থাকলে টিন বাতিল হয়ে যাবে, প্রয়োজনে আবার নতুন টিন করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*