SSC বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫: ঘরে বসেই দেখবেন যেভাবে

২০২৫ সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে, পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে সহজে তাদের ফলাফল জানতে পারবেন।

ফলাফল দেখার নিয়মযারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

বোর্ডভিত্তিক লিংক:

ঢাকা বোর্ড: dhakaeducationboard.gov.bd

রাজশাহী বোর্ড: rajshahiboard.gov.bd

কুমিল্লা বোর্ড: comillaboard.gov.bd

চট্টগ্রাম বোর্ড: bise-ctg.portal.gov.bd

মাদ্রাসা বোর্ড: bmeb.gov.bd

কারিগরি বোর্ড: bteb.gov.bd

আবেদন ও পরিসংখ্যানআবেদনের সময়সীমা: ১১ থেকে ১৭ জুলাই

ফি: প্রতি বিষয়ে ১৫০ টাকা (টেলিটক মোবাইলের মাধ্যমে)

মোট আবেদনকারী: ৯২,৮৬৩ জন

মোট খাতা: ২,২৩,৬৬৪টি

সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হওয়া বিষয়: গণিত (৪২,৯৩৬টি খাতা)

অন্য শীর্ষ বিষয়: ইংরেজি ১ম ও ২য় পত্র (১৯,৬৮৮টি), পদার্থবিজ্ঞান (১৬,২৩৩টি), বাংলা ১ম ও ২য় পত্র (১৩,৫৫৮টি)

সর্বনিম্ন আবেদন: চারু ও কারুকলা (৬টি খাতা)

পুনঃনিরীক্ষণ মানে কী?পুনঃনিরীক্ষণ বলতে নতুন করে খাতা পরীক্ষা নয়—বরং নম্বর যোগফল সঠিক আছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, OMR শিটে সঠিকভাবে মার্ক উঠেছে কি না তা যাচাই করা হয়। প্রয়োজনে নম্বর সংশোধন করা হয়।

অকৃতকার্যের সাম্প্রতিক তথ্যএবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট অকৃতকার্য: ৬,০০,৬৬০ জন

ছাত্র: ৩,২৪,৭১৬ জন

ছাত্রী: ২,৭৫,৯৪৪ জন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*