ব্রেকিং নিউজ: ফের দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে নমিতা (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শষ্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

এ নিয়ে গত দুই মাসে চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে ১০ জনের। এর মধ্যে পুরুষ ৫ ও নারী ৫ জন।

এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ২২৭ জন। এর মধ্যে নারী ১১০ জন ও পুরুষ ১১৭ জন। মোট আক্রান্তের মধ্যে নগরে ২০৩ জন ও জেলায় ২৪ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের করোনার দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মারা যাওয়া নমিতার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়া নারী ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ’ (সিওপিডি) এবং উচ্চ রক্তচাপে (এইচটিএন) ভুগছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি সরকারি বেসরকারি হাসপাতাল ও ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবার করোনা নেগেটিভ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*