বিয়ের ৮ বছর পর সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় জুটি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দম্পতি তারা। একজন পরিচালক অ্যাটলি কুমার। অন্যজন তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহন। দুজনেই ভালোবেসে সংসার বেধেছিলেন ৮ বছর আগে। এরপর সংসার জীবনের সুখের সময় কাটিয়ে বাবা-মা হলেন এই তারকা জুটি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া।বাবা হওয়ার আনন্দের খবরটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন অ্যাটলি। ‘বিগিলি’খ্যাত এই পরিচালক বলেন, ‘ঠিকই বলেছেন, এর মতো পৃথিবীতে আর কোনো অনুভূতি নেই। আজ থেকে পিতৃত্বের উচ্ছ্বসিত জার্নি শুরু হলো। কৃতজ্ঞতা।’

ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটলি-প্রিয়াকে। এ তালিকায় রয়েছেন— অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, কীর্তি সুরেশ আরতি রবি প্রমুখ।২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রভৃতি।অ্যাটলির হাতে বর্তমানে ‘জওয়ান’ সিনেমার কাজ রয়েছে। এ সিনেমার মাধ্যামে বলিউডে অভিষেক ঘটবে। সিনেমাটিতে অভিনয় করছেন শাহরুখ খান। এটি প্রযোজনাও করছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস। ২০২৩ সালের ২ জুন এটি মুক্তি পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*