শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন নিয়ে বড় সুখবর!

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। জুলাই মাসের বেতন-ভাতা এই সপ্তাহেই চলে আসছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।

সোমবার (৪ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন। তিনি জানান, রবিবারই বেতনের চেক এজি অফিসে জমা দেওয়া হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে সেদিন ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, সোমবার রাতের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে।

তবে কোনো কারণে সোমবার ব্যাংকে অর্থ না গেলে, আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বুধবার (৬ আগস্ট) শিক্ষকরা বেতন-ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন পান। যদিও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন এখনো অনেকাংশে ‘অ্যানালগ’ পদ্ধতিতে প্রদান করা হয়, ফলে ভোগান্তি লেগেই থাকে। তবে এই প্রক্রিয়া ডিজিটালাইজেশনের জন্য সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে।

গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, বেসরকারি শিক্ষকদেরও ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন। মে মাসের বেতন তারা আগেই পেয়েছেন, জুন মাসের বেতন পেয়েছেন ১৫ জুলাইয়ের পর। এবার জুলাইয়ের বেতনও নিশ্চিত করা হলো এই সপ্তাহেই।

FAQ:

প্রশ্ন: শিক্ষকরা কখন জুলাই মাসের বেতন পাচ্ছেন?

উত্তর: আশা করা যাচ্ছে ৪ আগস্ট রাতের মধ্যেই অ্যাকাউন্টে চলে যাবে, নাহলে ৬ আগস্ট (বুধবার)।

প্রশ্ন: এখনো কি সব শিক্ষক ইএফটির আওতায় আছেন?

উত্তর: ধাপে ধাপে সবাইকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, ইতোমধ্যে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন।

প্রশ্ন: বেতন পেতে দেরি হওয়ার কারণ কী?

উত্তর: রবিবার চেক জমা দেওয়া হলেও কাজ শেষ করতে না পারায় ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*