ইমরানের সঙ্গে তনুশ্রী খেলাধুলার ভিডিও ফাঁস, ভিডিওসহ

বলিউডে একসময়ের জনপ্রিয় জুটি ইমরান হাশমি ও তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ সিনেমা দিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন দুজন। ইমরান যেমন পেয়ে যান ‘কিসার’ তকমা, তেমনি তনুশ্রীও জুটিয়ে নেন আবেদনময়ী নায়িকার তকমা। দুজনে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন।

 

আর পর্দায় রোমান্সও করেছেন ভরপুর। তবে এতো বছর পর এসে অভিনেত্রী জানালেন, ইমরান তেমন ভালো ‘কিসার’ নন। এমনকী তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতেও বেগ পোহাতে হয়েছে অভিনেত্রীকে।

 

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় করেন ইমরান হাশমি ও তনুশ্রী দত্ত।

এ সিনেমার টাইটেল ট্র্যাকটি সেই সময়ের সবচেয়ে সাহসী গানগুলোর মধ্যে একটি ছিল। হাশমির সঙ্গে অভিনেত্রীর রসায়নও দর্শকরা বেশ রসিয়ে উপভোগ করেছেন। কিন্তু ভক্তরা এ জুটির রসায়ন নিয়ে উচ্ছ্বসিত হলেও, ইমরানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যগুলোতে শুটিং করার বিষয়ে তনুশ্রীর অভিজ্ঞতা ততটা ভালো নয়। তনুশ্রী দত্ত সেই সাহসী দৃশ্যগুলো নিয়ে সূক্ষ্মভাবে কটাক্ষ করেছিলেন।

বলেছেন, তাদের মধ্যে দৃঢ় রসায়নের অভাব ছিল।

 

‘ফিল্মজ্ঞান’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন তনুশ্রী। তিনি বলেন, ‘আমার কাছে, প্রথম দিন থেকেই ইমরান সবসময়ই একজন অভিনেতা। আমি তার সঙ্গে তিনটি সিনেমা করেছি। আমরা ‘চকলেট’ সিনেমায়ও একটি চুম্বনের দৃশ্যের জন্য শুটিং করেছি, কিন্তু তারা তা ধরে রাখতে পারেনি।

প্রথমবার এটি খুব বিশ্রী ছিল। ইমরান মোটেও আরামদায়ক কিসার নন।’

তনুশ্রী দত্ত জানিয়েছেন, তিনি এবং ইমরান হাশমি উভয়ই একে অপরের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করার সময় খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেননি। অভিনেত্রী বলেন, “দ্বিতীয়বার, আরও বিশ্রী ছিল বিষয়টা। কারণ ব্যক্তিগতভাবে, বাস্তব জীবনে, আমাদের একে অপরের সঙ্গে কোনো রসায়ন নেই। তার একটি ‘কিসারবয়’ ইমেজ আছে, কিন্তু সে শুটিংয়ে আরামদায়ক কোনো চুম্বনকারী নন। এবং আমিও নই।”

 

তনুশ্রী দত্ত এবং ইমরান হাশমি ‘আশিক বানায়া আপনে’ ছাড়াও ‘চকোলেট’ এবং ‘গুড বয় ব্যাড বয়’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। তবে ক্যারিয়ার বেশিদুর আগায়নি অভিনেত্রীর। যৌন হেনস্তার কারণে বলিউড ছাড়ার কথা জানান তনুশ্রী। ২০১৮ সালে ‘মি-টু’ আন্দোলনকে সামনে নিয়ে আসার কৃতিত্ব দেওয়া হয় অভিনেত্রীকে। ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর থেকেই এটি শুরু হয়েছিল ভারতে। এর পরে, বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রের আরও অনেক নারী তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা নিয়ে বেরিয়ে আসেন। যা বেশ তোলপাড় ফেলে দেয় সেই সময়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*