
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসা ১০ দিনের মধ্যে দখলে নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন এই নির্দেশনা?ঢাকা শহরে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের অধীনস্থ বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হয়। তবে অনেক সময় দেখা যাচ্ছে, বরাদ্দপ্রাপ্তদের একটি অংশ বাসা খালি থাকা সত্ত্বেও দখল নেন না। ফলে:
সরকার রাজস্ব হারাচ্ছে
অন্য প্রার্থী বাসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন
বাসাগুলোর দীর্ঘদিন খালি থাকার ফলে অবনতি ঘটছে
এমন পরিস্থিতি রোধে বরাদ্দপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী, বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে দখল নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
কী করতে হবে?বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের বাসাটি ১০ দিনের মধ্যে দখলে নিতে হবে
যদি কোনো কারণে দখল নিতে ইচ্ছুক না হন, তবে আবাসন পরিদপ্তরকে তা লিখিতভাবে জানাতে হবে
নির্ধারিত সময়ের মধ্যে দখল না নেওয়া হলে, অন্যান্য অপেক্ষমাণ প্রার্থীদের বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে
কে কে এই নির্দেশনার আওতায়?চিঠিটি পাঠানো হয়েছে:
সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে
সিনিয়র সচিবদের
বিভাগীয় কমিশনারদের
সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রধানদের
তাদের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা পৌঁছানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।
কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে?সরকারি সূত্র জানায়, অব্যবহৃত বাসাগুলো সংরক্ষণে ব্যয়বহুল ও অকার্যকর হয়ে পড়ছে। সেই সঙ্গে প্রকৃত বাসা-প্রয়োজনে থাকা সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই বাসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
Leave a Reply