
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লুসিএল) সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত। ম্যাচ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুবরাজ সিং-শিখর ধাওয়ানদের দলটি। বিপরীতে না খেলেই ফাইনালে উঠেছে মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিদের পাকিস্তান।
সেমিফাইনালের আগে লিগ পর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত। তখন দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। সেমিফাইনালের ম্যাচটি হওয়ার কথা ছিল আগামীকাল বার্মিংহামে।
৬ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস শুরু হয় ১৮ জুলাই। এর দুই দিন পর লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু শিখর ধাওয়ান, হরভজন সিং ও ইউসুফ পাঠানসহ ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
লিগ পর্বের খেলায় পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হলে দুই দল আবার সেমিফাইনালে মুখোমুখি হয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ৩১ জুলাইয়ের সেমিফাইনাল ম্যাচটিও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগেরবার লিগ পর্বের ম্যাচ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করা হয়েছিল। এবার নকআউট ম্যাচ হওয়ায় লিগ পর্বে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।
Leave a Reply