
২৯ জুন স্ত্রীকে শেষ বিদায় জানিয়েছেন পরাগ ত্যাগী। আরব সাগরে শেফালীর অস্থি বিসর্জনের সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। ২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মুম্বই। শনিবার বিকেলে লাল ওড়নায় জড়ানো শেফালীর মৃতদেহ নিয়ে ওশিয়ারা শ্মশানের দিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তাঁর মা।
কেন মৃত্যু হল অভিনেত্রীর? শুক্রবার রাত থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। অবশেষে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট। শেফালীর বান্ধবী পুজা ঘাই জানান, তাঁর ময়নাতদন্তের রিপোর্টে কোনও রকমের অস্বভাবিকতা নেই। যদিও তাঁর চিন্তা শেফালীর স্বামীকে নিয়ে।
পুজা জানান, অভিনেত্রীর স্বামীর জন্য চিন্তা হচ্ছে তাঁর। ঘণ্টার পর ঘণ্টা নাকি পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে পরাগকে। শুধু তা-ই নয়, সর্ব ক্ষণ ছবিশিকারিরা ক্যামেরাবন্দি করছে তাঁকে। তাঁর প্রতিটা আবেগ নিয়ে কাঁটাছেঁড়া করা হচ্ছে। পুজা বলেন, ‘‘আমি আশা করছি পরাগ নিজের শোক পালনের সময় অন্তত পাবেন। ওঁকে একা ছেড়ে দেওয়া উচিত এ বার। মানুষের জীবন নষ্ট হয়ে যায় এ সব থানা-পুলিশের ঝামেলায়। আশা করি খুব শীঘ্রই এ সব কাটিয়ে বেরোতে পারবেন তিনি।’’ শেফালীর শেষকৃত্যের সময় পরাগ বলেছিলেন, ‘‘আমার পরির জন্য প্রার্থনা করবেন আপনারা।’’
Leave a Reply