সিম বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত, জেনে নিন কোন সিম গুলো বন্ধ হচ্ছে

ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র (NID)–এর বিপরীতে ১০টির বেশি সিম ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশনায় বলা হয়েছে, একজন গ্রাহকের নামে নিবন্ধিত সিম সংখ্যা ১০টি ছাড়ালে অতিরিক্ত সিম নভেম্বর ২০২৫-এর মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসির কর্মকর্তারা জানান, আগস্ট থেকে তিন মাসব্যাপী বিশেষ প্রচারণা চালানো হবে। এ সময়ের মধ্যে গ্রাহকরা স্বেচ্ছায় অতিরিক্ত সিম বন্ধের সুযোগ পাবেন। তবে নির্ধারিত সময় শেষে সারাদেশে অতিরিক্ত সিম বন্ধের অভিযান শুরু হবে।

ব্যবহারকারীরা *১৬০০১# ডায়াল করে জানতে পারবেন, নিজের NID-এর বিপরীতে কতটি সিম চালু রয়েছে এবং কোন কোন অপারেটরে তা সক্রিয় আছে। গ্রাহকরা অপ্রয়োজনীয় সিম সরাসরি বন্ধ বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।

গ্রাহকের ১০টির বেশি সিম থাকলে বেশি ব্যবহৃত ও বেশি রাজস্ব প্রদানকারী সিমগুলো রাখা হবে, বাকি সিমগুলো বন্ধ হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) সঙ্গে যুক্ত নম্বরগুলো অগ্রাধিকার পাবে। বিটিআরসি সূত্র জানায়, এ প্রক্রিয়ায় ২৬ লাখ গ্রাহকের প্রায় ৬৭ লাখ অতিরিক্ত সিম ধাপে ধাপে বন্ধ হবে।

মোবাইল অপারেটররা গ্রাহকদের অতিরিক্ত সিম চিহ্নিত করতে বিটিআরসির সঙ্গে তথ্য বিনিময় করবে। এরপর গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়ে সিম বন্ধ করার অনুরোধ জানানো হবে। ওয়েবসাইট ও গণমাধ্যমেও প্রচার চালানো হবে।

ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারে একাধিক সিম রাখা অনেকের জন্য কঠিন হবে। অতিরিক্ত সিম বন্ধে ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের অনেক সিম বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এমএফএসের সঙ্গে যুক্ত নম্বর বন্ধ হলে অর্থ লেনদেন বিঘ্নিত হতে পারে।

অপারেটরদের ক্ষেত্রে সিম বিক্রি হ্রাস পাবে এবং নতুন সংযোগে রকমারি অফার দেওয়া কঠিন হতে পারে। রাজস্ব আয় কমে যেতে পারে, বিশেষ করে ব্যবসায়িক বা রিসেলার গ্রাহকদের ক্ষেত্রে। গ্রাহক সেবা ও যোগাযোগ ব্যয় বাড়বে, কারণ অতিরিক্ত সিম বন্ধে জনবল ও প্রচারণা চালাতে হবে।

বিটিআরসি বলছে, সিম সীমিতকরণে নিরাপত্তা ঝুঁকি কমবে, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ সহজ হবে এবং সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত সিম ব্যবহারকারী ৬ কোটি ৭৫ লাখের বেশি। এর মধ্যে ৮০ শতাংশের হাতে ৫টি বা কম সিম রয়েছে। তবে প্রায় ২৬ লাখ গ্রাহকের হাতে ১১টি বা তার বেশি সিম আছে, যা নতুন নীতিমালার আওতায় পড়বে।

১০টির বেশি সিম থাকলে এখনই যাচাই করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন—নভেম্বরের মধ্যে অপ্রয়োজনীয় সিম বন্ধ হয়ে যেতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*