মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ল ২০ বসতঘর

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি বসতঘর। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত ১০টায় একটি টিনসেড ঘরে আগুনের সূত্রপাত্র হয়। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ওই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ঘরগুলোর বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে পড়েন এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অন্তত বিশটি বাড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*