বাংলাদেশ ক্রিকেটে নতুন দুঃসংবাদ : ক্রিকেটার তাসকিনের নামে থানায় জিডি!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবার মাঠের বাইরের এক বিতর্কে জড়ালেন। এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মিরপুর এক নম্বর এলাকায়। অভিযোগ অনুযায়ী, তাসকিন ফোন করে এক ব্যক্তিকে ওই এলাকায় আসতে বলেন। পরে সেখানেই তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

তদন্তে পুলিশ, মন্তব্যে সংযতবিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলেও, কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে এই অভিযোগ ঘিরে তাসকিন আহমেদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাঠে ব্যস্ত তাসকিন, তবে বিতর্ক পিছু ছাড়ছে নামাত্র কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামেন তাসকিন। টাইগারদের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা এই তারকা, মাঠে পারফর্ম করলেও মাঠের বাইরের এই ঘটনায় তার ভাবমূর্তিতে নতুন প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*